কাঠের চেয়ারে বা বিছানায় বসে আছেন ৷ হঠাৎ বিরক্তিকর করকর শব্দ ৷ আপনি বললেন কাঠে মনে হয় ঘুন ধরেছে ৷ কদিন পর দেখলে চেয়ারে বা বিছানায় কয়েকটা ফুটো, নিচে গুঁড়া পড়ে আছে ৷ এই ঘুন কী ?ঘুন কিন্তু আস্ত পোকা নয় বরং পোকার লার্ভা ৷ পূর্ণাঙ্গ পোকার নাম কাঠগুবরে বা Common Furniture Beetle. পূর্ণাঙ্গ কাঠগুবরে কাঠ খায় না ৷ মিলনের পর স্ত্রী কাঠগুবরে...
