কাঠের চেয়ারে বা বিছানায় বসে আছেন ৷ হঠাৎ বিরক্তিকর করকর শব্দ ৷ আপনি বললেন কাঠে মনে হয় ঘুন ধরেছে ৷ কদিন পর দেখলে চেয়ারে বা বিছানায় কয়েকটা ফুটো, নিচে গুঁড়া পড়ে আছে ৷ এই ঘুন কী ?
ঘুন কিন্তু আস্ত পোকা নয় বরং পোকার লার্ভা ৷ পূর্ণাঙ্গ পোকার নাম কাঠগুবরে বা Common Furniture Beetle. পূর্ণাঙ্গ কাঠগুবরে কাঠ খায় না ৷ মিলনের পর স্ত্রী কাঠগুবরে কাঠের উপর ডিম পাড়ে ৷ ডিম থেকে বের হয় লার্ভা ৷ গুবরের পোকাদের লার্ভা ম্যাগোট নামে পরিচিত ৷ ঘুন নামে পরিচিত কাঠগুবরের ম্যাগোট কাঠ কুরে কুরে খেয়ে বড় হতে থাকে ৷ এরপর এক সময় কাঠের মধ্যেই পিউপা তৈরি করে ৷ পিউপা কেটে পূর্ণাঙ্গ পোকা বেরিয়ে আসলে ঘরের মধ্যে চোখে পড়তেই পারে ৷
দক্ষ হাতে কীটনাশক প্রয়োগ করলে বা ঘুর ধরা অংশ পরিবর্তন করলে এর থেকে রক্ষা পাওয়া যায় তবে কাঠ শুকনো না রাখলে পরে আবার আক্রমণ ঘটতে পারে ৷ কাঠগুবরে ও এর লার্ভা তথা ঘুন বিষাক্ত বা বিষধর নয় ৷ পূর্ণাঙ্গ কাঠগুবরে হুল ফোটায় না বা কামড় দেয় না ৷ ক্ষতি শুধু ঘরের আসবাবপত্রেরই হয় ৷
Post a Comment