মাছিজাতীয় ডানাহীন ক্ষুদ্র পতঙ্গবর্গ সাইফোন্যাপটেরাভুক্ত কীট ফ্লি। এরা উড়তে পারে না। লাফিয়ে লাফিয়ে চলে। রক্ত খেয়ে জীবণধারণ করে। আকারেও বেশ ছোট। ছারপোকার মতোই এরা অন্ধকারপ্রিয়। তবে আকারে ছারপোকার চেয়েও ছোট। এই কীটের কামড়ে তাঁদের শরীরে লাল দাগ ও চুলকানি দেখা দেয়।
ফ্রান্সের পুলিশ সদস্যদের সংগঠন আলিয়ঁস পুলিশ ইউনিয়ন গত ২০১৯ সালের মে মাসের ৫ তারিখে এক টুইটে জানায়, এই কীটের আক্রমণে ১৯তম ডিস্ট্রিক্টের একটি থানায় তাদের কর্মীদের কাজ করা দুষ্কর হয়ে উঠেছে। তিন সপ্তাহ আগে এই কীটের প্রাদুর্ভাব দেখা দেয়। এই কীটের কামড়ে অতিষ্ঠ হয়ে অবশেষে থানাই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারা।
ফ্রান্সের পুলিশ সদস্যদের সংগঠন আলিয়ঁস পুলিশ ইউনিয়ন গত ২০১৯ সালের মে মাসের ৫ তারিখে এক টুইটে জানায়, এই কীটের আক্রমণে ১৯তম ডিস্ট্রিক্টের একটি থানায় তাদের কর্মীদের কাজ করা দুষ্কর হয়ে উঠেছে। তিন সপ্তাহ আগে এই কীটের প্রাদুর্ভাব দেখা দেয়। এই কীটের কামড়ে অতিষ্ঠ হয়ে অবশেষে থানাই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারা।
এর থেকে মুক্তির উপায় কি?
March 16, 2020 at 5:36 AM
Post a Comment