বিছা
3:22 PM
Posted by
রেজওয়ান
আকৃতিতে ছোট হলেও কাঁকড়া, বিছা খুবই বিষাক্ত। এটি আক্রমণাত্ম এবং কোনো কারণ ছাড়াই আক্রমণ করতে পারে। এর দ্বারা ঘটা দুর্ঘটানার পরিমাণ কম রেকর্ড হয়। কারণ এই দুর্ঘটনাগুলো সাধারণত ঘটে দুর্গম অঞ্চলে। কাঁকড়া বিছা দ্বারা বছরে দুর্ঘটনার পরিমাণ প্রায় ৮০০ থেকে ২ হাজার।
Subscribe to:
Post Comments (Atom)
ওই পোকার কামড়ে কি মৃত্যু হয় ?
August 21, 2017 at 3:25 PM
১. কাঁকড়াবিছার বিষ কি ধরণের??
২. মানবদেহে প্রবেশ করে এই বিষ কিভাবে কাজ করে এবং তার ফলে কি ক্ষতি হতে পারে??
৩. এর বিষের প্রতিষেধক কি??
৪. কাঁকড়াবিছা কামড়ালে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়াই উচিত কি??
August 25, 2018 at 10:03 PM
কাকড়া বিছা কামড়ালো কি করতে হবে
January 24, 2019 at 1:03 PM
Post a Comment