শুনতে অবাক লাগলেও পৃথিবীর এক নম্বর খুনি প্রাণী হিসেবে জায়গা করে নিয়েছে মশা। মহামারি আকারে রোগ ছড়িয়ে দিয়ে মানুষের মৃত্যু ঘটাতে মশার জুড়ি মেলা ভার। আগের তুলনায় কম হলেও এখনও বিশ্বজুড়ে ভয়ানক কিছু রোগ ছড়ানো এবং মানুষের মৃত্যুর জন্য মশাই দায়ী। মশার কামড়ে বিভিন্ন রোগে বছরে প্রায় ২০ থেকে ৩০ লাখ মানুষ মারা যায়!
পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতির মশা আছে
মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে!!
Post a Comment