শুঁড় পোকা
1:14 PM
Posted by
রেজওয়ান
স্থানীয়ভাবে শুঁড়পোকা নামে পরিচিত উইভিল Coleoptera বর্গের বিটলদের জ্ঞাতি একদল পতঙ্গের সাধারণ নাম। এরা স্নাউট বিটল নামেও পরিচিত। এরা Coleoptera বর্গের বৃহত্তম গোত্র Curculionidac এর সদস্য। অধিকাংশ উইভিলের আছে লম্বা ও কনুই আকৃতির শুঙ্গ যা মাথার শীর্ষভাগে বিশেষ খাঁজে প্রয়োজনে ভাঁজ করে রাখতে পারে। বীজ, সবজি ও কাঠ চিবানোর জন্য মুখে আছে মজবুত চোয়াল। এরা সচরাচর ফ্যাকাসে রংয়ের হলেও কয়েকটি প্রজাতি বেশ উজ্জ্বল। অধিকাংশ উইভিল প্রায় ৬ মি.মি লম্বা। বড় আকারের উইভিলরা ৭৫ মি.মি বা ততোধিক হয়। কতকগুলোকে আবার খালি চোখে দেখা যায় না। অধিকাংশ উইভিলই একান্তভাবে উদ্ভিদভোজী এবং সবীজ উদ্ভিদের আশপাশেই এদের বসবাস। তবে এরা গাছপালার জন্য ক্ষতিকর, বিশেষ করে পূর্ণবয়স্ক ও লার্ভা। এরা গাছের কাণ্ড, ফুল, ফল ও বীজে ডিম পাড়ে। লার্ভার প্রধান খাদ্য কাণ্ড, ফুল, ফল, মূল। কিছু কিছু প্রজাতি কাঁচা বা শুকনো কাঠের ছিদ্রে বসবাস করে। Curculionidac গোত্রের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এদেশে অনেক ধরনের উইভিল আছে। উইভিল আম, কলা, নারিকেল ইত্যাদি গাছের অনেক ক্ষতিসাধন করে। Apion corchori প্রজাতির উইভিল পাটের প্রধান শত্রু। বাংলাদেশের অন্যান্য ক্ষতিকর উইভিলের মধ্যে উল্লেখযোগ্য প্রজাতিগুলো হলো_ Attelabus, Alicides, Nanophyes, Apoderus, Balaninus, Taûmecus। এর মধ্যে অনেক উইভিল আছে যেগুলো গুদামজাত শস্যের ব্যাপক ক্ষতি করে। ধান, ভুট্টা, গমসহ বিভিন্ন শস্যের জন্য এরা খুবই ক্ষতিকর।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment