রাজ প্রজাপতি
2:28 AM
Posted by
রেজওয়ান
প্রাণিজগতে সবচেয়ে সুতীক্ষ্ন ঘ্রাণশক্তির যেক'টি প্রাণী রয়েছে, তার মধ্যে এমপেরার মথ বা রাজ প্রজাপতি এবং সিল্ক মথ বা রেশমী প্রজাপতির কয়েকটি সদস্য অন্যতম। এসব পুরুষ প্রজাপতির রয়েছে বড়সড় একজোড়া রোমশ শুঙ্গ। এই শুঙ্গ দুটির মাধ্যমেই গন্ধ শোকে ওরা। তবে মানুষের নাকের মতো সাধারণ ঘ্রাণেন্দ্রিয়ের কাজ করে না শুঙ্গগুলো। এগুলো শুধুমাত্র স্ত্রী প্রজাপতির বিশেষ সঙ্কেত শনাক্ত করার বেলায়ই স্পর্শকতার। স্ত্রী প্রজাপতি প্রজননের সময় বিশেষ একটা গন্ধ নিঃসরণ করে থাকে, যা পুুরুষ প্রজাপতিরা এই শুঙ্গের মাধ্যমে টের পায় ৫০০ মি. (১৬০০ ফুট) দূর থেকে। আর প্রতিটা শুঙ্গে রয়েছে ৪০ হাজার যৌন গন্ধ-ধারণ কোষ।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment