ছারপোকা



ছার পোকা সিমিসিডে গোত্রের একটি পরজীবী পতঙ্গ যা মানুষ ও অন্যান্য উষ্ণ রক্ত বিশিষ্ট পোষকের রক্ত খেয়ে বেঁচে থাকে। ইংরেজিতে এর নাম হল Bedbug অর্থাৎ বিছানার পোকা। এর এমন নামকরণের কারণ হল এর পছন্দের আবাসস্থল : ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্র । পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই সক্রিয় থাকে।
ছারপোকা ( Cimex lectularius ) জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: প্রাণী জগৎ
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Hemiptera
Suborder: Heteroptera
পরিবার: Cimicidae Latreille, 1802 


0 Responses to "ছারপোকা"

Post a Comment

 

Sponsor

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by HackTutors