চায়ের মশা
9:26 AM
Posted by
রেজওয়ান
এরা টি হেলোপেলটিস নামেও পরিচিত। চায়ের অনিষ্টকারী কীটপতঙ্গের মধ্যে এ শোষক পতঙ্গটি অন্যতম। আকৃতিতে কিছুটা মশার মত হলেও মানুষকে কামড়ায় না। দু’জোড়া পাখা রয়েছে।পাতা, পাতার শিরা ও বোটায় ডিম পাড়ে। জীবনচক্রে ডিম, নিম্ফ ও পূর্ণাঙ্গ পতঙ্গ এ তিন অবস্হা বিদ্যমান। চায়ের কোমলপাতা ও কুঁড়িতেই আক্রমণ সীমিত। আক্রমণের তীব্রতাভেদে একটি মশা ২৮-৭২ টি পর্যন্ত শোষণ-ক্ষত সৃষ্টি করতে পারে। ক্ষতের চারদিক ২৪ ঘন্টার মধ্যেই কালো হয়ে যায়। শস্য মৌসুমে আক্রমণ তীব্র হয়। ব্যাপক আক্রমণে নতুন পাতা গজানো বন্ধ হয়ে যায়। গাছের উপরের অংশ প্রায় কালো ও বিবর্ণ হয়ে যায়।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment