এরা মথ জাতীয় পতঙ্গেও অপরিণত দশা। দেখতে লেদা পোকার মত। এরা পতঙ্গ জাতীয় ক্ষুদ্র কীট। ধূসর বর্ণের শরীর। এরা দ্বিতীয়/তৃতীয় পাতার নীচে ডিম পাড়ে। ডিম ফুটে বাদামি রঙের কিড়া বের হয় এবং দুটি পাতা ও কুঁড়িকে গুটিয়ে চোঙ্গার মতো করে সেখানে বাস করে এবং সবুজ পাতা খায়। আক্রান্ত অংশ বিবর্ণ ও শুকিয়ে যায়।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment