ব্যাগওয়ার্ম ঝুলি পোকা নামেও পরিচিত। মেয়ে পোকার পাখা নেই। এরা ছোট ডাল দিয়ে ঝুলি তৈরি করে ভিতরে বাস করে। ব্যাগওয়ার্ম গাছের বাকল, ইত্যাদি খেয়ে ফেলে। ফলে গাছ বাকলহীন হয়ে যায় এবং ডালপালা শুকিয়ে যায়। চা পাতার কিনারা ছিদ্র করে চিবিয়ে খায় এবং গাছ পাতা শূন্য করে ফেলে। এদের শাখা প্রশাখা কাঠির মতো ঝুলে থাকতে দেখা যায়।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment