এরা এক প্রকার পতঙ্গ। চা গাছ ছায়াতরুর কাণ্ডের ওপর স্তুূপাকারে লম্বাকৃতি ডিমের (২০০ থেকে ৬০০) স্তপ ধূসর বর্ণের লোম দিয়ে ঢাকা থাকে। কীড়া সবুজ বাদামি রঙের। হাটবার সময় শরীর ভাঁজ করে হাঁটে এবং লুপের মতো দেখায়। এই লেদা পোকা চা পাতার কিনারা ছিদ্র করে চিবিয়ে খায় এবং গাছ পাতা শূন্য করে ফেলে। এদের শাখা প্রশাখা কাঠির মতো ঝুলে থাকতে দেখা যায়।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment