গ্রিনলেস উইং


ক্ষতিকারক পোকার ডিম ও ছোট ছোট কীড়াকে খেয়ে শত্রু পোকার আক্রমণ থেকে রক্ষা করে এই পোকারা। বাড়ে ফলন। পূর্ণাঙ্গ পোকা অথবা তার ডিম সহজে পাওয়া যায়।
জমিতে ফসল লাগানোর পর থেকে সর্বশেষ উত্তোলন পর্যন্ত মৌসুমজুড়ে নিয়ম অনুযায়ী নিয়মিতভাবে মাঠে ছাড়তে হবে। যদি মাঠে ডিম দেওয়া হয় তবে সে ক্ষেত্রে ডিমসহ কাপড়ের টুকরাগুলো গাছের ডালে আটকে দিতে হবে। যদি পূর্ণাঙ্গ পোকা দেওয়া হয় সে ক্ষেত্রে ফসলের মাঠের মাঝে পূর্ণাঙ্গ পোকার বৈয়ামের মুখ খুলে দিতে হবে, যাতে পুরো মাঠে পোকা ছড়িয়ে যেতে পারে। শতকপ্রতি ২০টি এবং বিঘাপ্রতি ৬০০-৭০০টি ডিম প্রতি ১৫ দিন পর পর ব্যবহার করতে হবে। বিঘাপ্রতি ২০-২৫টি পূর্ণাঙ্গ পোকা এবং হেক্টরপ্রতি ১৫০টি পূর্ণাঙ্গ পোকার এক বৈয়াম এক মাস পরপর ব্যবহার করতে হবে।
পিঁপড়ার আক্রমণমুক্ত ও ছায়াযুক্ত জায়গায় সংরক্ষণ করতে হবে।
অতিরিক্ত রোদে ও বৃষ্টির সম্ভাবনা থাকলে এ পোকার ডিম বা পূর্ণাঙ্গ পোকা ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে সকালে ও বিকেলে ব্যবহার করাই উত্তম।


0 Responses to "গ্রিনলেস উইং"

Post a Comment

 

Sponsor

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by HackTutors