লেডি বার্ড বিটল


ক্ষতিকারক পোকার ডিম ও ছোট ছোট কীড়াকে খেয়ে শত্রু পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার মাধ্যমে ফলন বাড়ায় এরা। এদের উপকারী দিক হলো কীড়া ও পূর্ণাঙ্গ পোকা উভয়ই ক্ষতিকারক পোকাকে ধ্বংস করে।
পূর্ণাঙ্গ পোকাসহ বিটল বৈয়াম। জমিতে ফসল লাগানোর পর থেকে উত্তোলন পর্যন্ত পুরো মৌসমে প্রয়োগ মাত্রা অনুযায়ী নিয়মিতভাবে ফসলের জমিতে মাঠে ছাড়তে হবে।
এক একর জমিতে ১২৫টি পূর্ণাঙ্গ পোকার একটি বৈয়াম। এক বিঘা জমিতে ৬৫টি পূর্ণাঙ্গ পোকার একটি বৈয়াম। এক মাস পরপর ব্যবহার করতে হবে। ক্ষতিকারক পোকার আক্রমণের মাত্রা বেশি হলে হেক্টরপ্রতি ৫০০টি পর্যন্ত পূর্ণাঙ্গ পোকা ব্যবহার করতে হবে। পিঁপড়ার আক্রমণমুক্ত ও ছায়াযুক্ত জায়গায় সংরক্ষণ করতে হবে।


1 Responses to "লেডি বার্ড বিটল"
Unknown said...

Thanks for good information.


August 1, 2010 at 12:52 AM

Post a Comment

 

Sponsor

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by HackTutors