বোল্ড ট্রাভেলার


পৃথিবী নামক এই গ্রহটিতে এ যাবৎ আবিষ্কৃত প্রাণিকুলের মধ্যে সবচেয়ে একাকী এক প্রাণীর সন্ধান মিলেছে। তাৎপর্যের বিষয় হলো, ক্ষুদ্রাকার এই পোকাটির জীবনধারণে অক্সিজেনের কোনো ভূমিকাই নেই। বিজ্ঞানীদের ধারণা, এ ঘটনা পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহেও প্রাণীর অবস্থানের পে জোরালো যুক্তি দাঁড় করাতে সহায়ক হবে। সম্প্রতি দণি আফ্রিকার একটি স্বর্ণখনির অভ্যন্তরে গভীর অন্ধকার জগতে পোকাটির সন্ধান পাওয়া যায়। ‘ডিসালফোরুডিস অডাক্সভিয়েটর’ নামের এ পোকাটির ইংরেজি নাম ‘বোল্ড ট্রাভেলার’। এটি পানিতে বিচরণে অভ্যস্ত। তবে এটি তা থেকে অক্সিজেন গ্রহণ করে না। জীবনধারণের জন্য শক্তি সঞ্চয়ে গ্রহণ করে কেবল হাইড্রোজেন ও সালফেট।


2 Responses to "বোল্ড ট্রাভেলার"
dipanwita said...

দারুন লাগলো...বোল্ড ট্রাভেলার -এর কোন ছবি নেই! চিনতে সুবিধে হত!


January 13, 2010 at 10:11 PM
রেজওয়ান said...

দুঃখিত এই পোকার ছবি পাইনি। তবে যখন পাবো সংযুক্ত করে দেবো।
ধন্যবাদ
Stay in Touch.


September 5, 2010 at 7:46 AM

Post a Comment

 

Sponsor

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by HackTutors