সী সী মাছি
10:25 AM
Posted by
রেজওয়ান
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে স্যাঁতসেঁতে, গমট আবহাওয়া এবং এখানকার বনভূমি ক্যানপির মত থাকার কারণে বিভিন্ন ধরনের প্রাণী ও জীবজন্তু বসবাস করে৷ এখানকার জলবায়ু অঞ্চল নিবিড় ও দুর্গম থাকার কারণে পশু চলাচল কষ্টকর৷ তাই এখানে বৃৰচারী জীবজন্তুর সংখ্যা তুলনামূলকভাবে বেশি৷ পাখি, কীটপতঙ্গ, গেছো সাপ, গরিলা, বানর, শিম্পাঞ্জি, গিরিগিটি, গেছো ব্যাঙ ইত্যাদি বাস করে৷ এছাড়া জাগুয়ার, শস্নথ, পিপীলিকাভুক আর্মাডিলস্না, বেবুন, দ্বিখড়গযুক্ত গন্ডার প্রভৃতি ও বাস করে৷ কম বষ্টিপাতযুক্ত অরণ্য সীমানায় হাতি বাস করে৷ জলাশয়গুলোতে কুমির, জলহসত্মী, কচ্ছপও নানা ধরনের মাছ পাওয়া যায়৷ তবে জনবসতি অঞ্চলে মহিষ, শূকর, গরম্ন, ছাগল, হাঁস, মুরগি প্রভৃতি পশুপাখি প্রতিপালিত হয়৷ এখানকার বনে অসংখ্য পাখি এবং বিষাক্ত কীটপতঙ্গ (সাপ, সী সী মাছি, পিঁপড়া, মাকড়সা, মশা, ফড়িং ইত্যাদি) দেখতে পাওয়া যায়৷ আফ্রিকার বনভূমিতে সী সী (Tsetse fly) মাছি নামক এ ধরনের বিষাক্ত মাছির কামড়ে মানুষ ও প্রাণীকুল মৃতু্যমুখে পতিত হয়৷ এটি হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছি৷ এ মাছির ভয়ে আফ্রিকার নিরৰীয় বনভূমি অঞ্চলে মানুষ ও প্রাণী ব্যসত্ম থাকে নিজেদের নিরাপত্তার জন্য৷ এ মাছির কামড়ে মানুষ ও প্রাণীরা রোগাক্রানত্ম হয় এবং মৃতু্যমুখে পতিত হয়৷ তাই ঐ অঞ্চলের মানুষের ও প্রাণীর রৰার জন্য লোকালয়গুলোতে এ রোগের চিকিত্সা পদ্ধতি ও নিরাময় করণের চেষ্টা চলে এবং মাছির কামড় থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলে৷
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment