প্রজাপতি লেপি্ডোপেট্রা বর্গের এক ধরণের মথ জাতীয় পতঙ্গ। এদের শরীর উজ্জ্বল রঙের এবং এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এদের দেহ লম্বাটে এবং দৃষ্টিনন্দন বড় আকারের ডানা থাকে। প্রজাপতির বেশিরভাগ প্রজাতিই দিবাচর বলে এরা সহজেই নজর কাড়ে। এদের মাথায় প্রায় গোলাকার পুঞ্জাক্ষী রয়েছে। প্রজাপতির ১০ খন্ডে গঠিত দেহ আকৃতিতে অনেকটা বেলনের মত, শেষের ২-৩টি খন্ড যৌনাঙ্গে পরিণত হয়েছে।
প্রজাপতি
5:03 AM
Posted by
রেজওয়ান
প্রজাপতি লেপি্ডোপেট্রা বর্গের এক ধরণের মথ জাতীয় পতঙ্গ। এদের শরীর উজ্জ্বল রঙের এবং এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এদের দেহ লম্বাটে এবং দৃষ্টিনন্দন বড় আকারের ডানা থাকে। প্রজাপতির বেশিরভাগ প্রজাতিই দিবাচর বলে এরা সহজেই নজর কাড়ে। এদের মাথায় প্রায় গোলাকার পুঞ্জাক্ষী রয়েছে। প্রজাপতির ১০ খন্ডে গঠিত দেহ আকৃতিতে অনেকটা বেলনের মত, শেষের ২-৩টি খন্ড যৌনাঙ্গে পরিণত হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment