এরা সবুজ মাছি বলে পরিচিত। এরা চা ও ছায়াতরুর পাতার রস চুষে খায়। এরা হালকা সবুজ । এরা সাধারণত: পিছনের দিকে লাফ দিয়ে চলে। এরা কচি পাতা, শিরা, কুঁড়ির মধ্যের নরম জায়গায় ডিম পাড়ে। পাতার নীচের দিক আক্রমণের লক্ষ্যস্হল। কচি পাতার কিনারা ঝলসে যায় এবং পাতা নীচের দিকে বেঁকে যায়। সংক্রমিত পাতা মিশ্র হলুদ-লালচে রঙ ধারণ করে। নতুন পাতা গজানো ব্যাহত হয় এবং ফলন আশাতীতভাবে কমে যায়।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment