থ্রিপস বাদামি রঙের ক্ষুদ্র পোকা। পূর্ণ বয়স্ক পোকা ও নিম্ফ কচিপাতা ও কুঁড়ির রস চুষে খায়। রস শোষণের ফলে পাতার উপরিভাগের মধ্যশিরার দু’পাশ্বে দুটি লম্বা শোষণরেখা দেখা যায়। এ লক্ষণ পরিণত পাতায় উজ্জ্বল। আক্রান্ত পাতা কর্কের মতো শুকিয়ে যায়। কচি পাতা কালচে হয় এবং ঝরে পড়ে।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment