এলিফ্যান্ট হক মথ


Elephant Hawk-moth যার বৈজ্ঞানিক নাম Deilephila elpenor এক ধরনের moth যা Sphingidae পরিবারের সদস্য। এটি Britain, Ireland, Europe, Russia, China, Indian subcontinent, Japan,China, Korea দেখা যায়।
লার্ভা অবস্থায় বেশীর ভাগ মথই ৭৫ মি.মি. লম্বা এবং সবুজ ও ঘীয়ে রঙের হয়।মাথার ওপরে শিং এর মত দেখা যায়।
এরা শোষক নলটি ফুলের গভীর গোপন অংশের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে  মধু শোষণ করে, ফুলেরও তার ফলে পরাগ সংযোগ ঘটে। পরস্পরের সাহায্য নিয়ে এই জীবন যাপন পদ্ধতি। এটা জীবজগতের অন্যতম বৈশিষ্ট্য।


0 Responses to "এলিফ্যান্ট হক মথ"

Post a Comment

 

Sponsor

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by HackTutors