উঁইপোকা মৌমাছির মত সামাজিক পতঙ্গ। এদের কলোনীতে রাজা, রাণী, সৈনিক ও শ্রমিক উঁইপোকা একত্রে বাস করে। স্ত্রী উঁইপোকা (উঁই রাণী) মাটিতে ডিবি বানিয়ে বাস করে। ডিম ফোটার পর নিম্ফ গাছের শিকড় থেকে কাণ্ড শাখায় মাটির গলিপথ বানিয়ে গাছের বাকল ও ভিতরের অংশ কুঁড়ে কুঁড়ে খায়। এরা ছায়াগাছসহ সব গাছই আক্রমণ করে।
উঁইপোকা কাণ্ড বা মাটির উপরিভাগে মাটি দিয়ে তৈরি গলিপথ বানিয়ে চলাচল করে। গলিপথের ভিতরে থেকে কুড়ে কুড়ে চা গাছ খায়। গাছের শিকড় থেকে ভিতরের অংশ সবই খায়। উঁইপোকা মরা বাকল, গাছের গুড়ি, মরা শিকড় ও ডালপালা সবই খেয়ে ফেলে। কখনো কখনো বাহির থেকে বুঝাই যায়না গাছটি উঁইপোকা আক্রান্ত কিনা। গাছটি নাড়া দিলেই আস্তে ভেঙ্গে পড়ে।
বাংলাদেশের আবাদির সর্বত্রই এরা বড় সমস্যা। প্রতি বছর কমপক্ষে ১০% ফসল উঁইপোকার আক্রমণে ক্ষতি হয় এবং অনেক গাছ মরেও যায়।
উঁই পোকা নিরীহ এবং জন্মান্ধ এই উঁই পোকা বৃষ্টির পর সন্ধায় আকাশে উড়ে যাওয়া বা আলোরদিকে ছুটে আসা ডানাওয়ালা উঁই আমরা আনেকেই দেখেছি। আবার গাছে বা ঘরে ডানাহীন উঁই ও আমাদের কমবেশি দেখা।
এরা মাটি উচু করে ঢিপির মত বানিয়ে বসবাস করে। নিচে ঠাকুরগাঁও এর ফুটকিবাড়ী'র প্রাকৃতিক বনে উঁই এর ঢিবি ছবি দর্শিত হল।
Post a Comment