পূর্ণবয়স্ক গান্ধি পোকা ও বাচ্চা উভয়ই ধানের তি করে। ধানের ফুল ফোঁটা থেকে শুরু করে দানার দুধাবস্থা পর্যন্ত এর আক্রমণ দেখা যায়। ধানের দানা পুষ্ট হওয়ার প্রাথমিক অবস্থায় আক্রমণের ফলে ধানে চিটা হয়, ফলে ফলন কমে যায়। পুষ্ট ধানে আক্রমণের ফলে দানায় দাগ হয় ও ধানের বাজারমূল্য কমে যায়।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment