ময়ুর মাকড়শা নামের মুল কারন যে কেবল সে দেখেতে রং বেরংয়ের তা নয়, সে ময়ুরের মত নাচতেও পারে। বিচিত্র ষ্টাইলে পিছনের উদর উপরে তুলে দিয়ে তৃতীয় পায়ের উপর ভর করে সে তার নিজস্ব ভংগিমায় নৃত্য করতে থাকে। সাধারনত মেয়ে মাকড়সাকে আকৃষ্ট করতেই সে এইরূপ আচরন করে থাকে।
এর সায়েন্টিফিক নাম Maratus volans।
লিখেছেন : পাভেল চৌধুরী





Previous Article

Your blog is interesting, has left a great impression.
Best wishes
Jonas
March 18, 2011 at 7:10 AM
Post a Comment